চট্টগ্রাম: চোর, ডাকাত, খুনীতে ভরে গিয়েছে। নেই সরকার, নেই প্রশাসন।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাজীশ্বরাই গ্রামে এক বিয়েবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এই ঘটনাটি ঘটে শুক্রবার (২১ নভেম্বর) রাত তিনটার দিকে প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে।
ডাকাতদল বাড়ির সদস্যদের বেঁধে রেখে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানাচ্ছেন, শুক্রবার দুপুরে আব্দুল মান্নানের মেয়ের বিয়ে ছিল। সবাই ব্যস্ত ছিলো।
রাত তিনটার দিকে দোতলা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ডাকাত দল ভেতরে ঢুকে এই ডাকাতি করে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
