চট্টগ্রাম: জামাত শিবির স্বাধীনতা বিরোধী জঙ্গিদের কথামতো কাজ না করলেই তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে।

প্রশাসন তো হয়েছে তাদের কেনা গোলাম।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তো সরাসরি বলেছেন, আমাদের আমিরে জামায়াতকে বলতে চাই, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়।

আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনি এলাকায়- যারা প্রশাসনে আছেন, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে।

তা এবার ঠিক সেই মোতাবেক চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাক থেকে মো. অহিদুর রহমান নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ, রবিবার (২৩ নভেম্বর) সকালে ব্যারাকের টয়লেটের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা যাচ্ছে , শনিবার রাতে ডিউটি শেষ করে রোববার সকালে ব্যারাকের টয়লেটে যান অহিদুর। সকাল সাড়ে ৮টার দিকে আরেকজন পুলিশ সদস্য টয়লেটে যান।

অনেকক্ষণ অপেক্ষার পর তিনি বেরিয়ে না আসায় উঁকি দিয়ে দেখেন ভেতরে একজন ঝুলে আছে।

এরপরেই খবর হয়। অহিদুলকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে ঝুলন্ত হলেই যে আত্মহত্যা, এমন ভাবার কোনো কারণ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *