গাইবান্ধা: আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে কারাগারে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হচ্ছে। এটি কেবল অভিযোগ নয়, এটি সত্য। যা নিয়ে দেশে তীব্র আলোচনা হচ্ছে।
বলা হচ্ছে, গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা তারিক রিফাতকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
গাইবান্ধা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁর নাম তারিক রিফাত (৫০)।
রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এসব মামলায় গত ১৯ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন রাতেই আবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
