ঢাকা: নির্বাচন নিয়ে বেশ তোড়জোড় দেখানো হচ্ছে।

রাজাকার জামায়াত ইসলামী ভাবসাব এমন দেখাচ্ছে দেশের প্রতি যেন এদের চাইতে দেশপ্রেমিক আর কেউ নেই। অথচ স্বাধীন দেশের এরাই বিরোধী ছিলো, আছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় মানুষ মারা যায়, সেটা তাদের অনেক চিন্তা, অথচ এরাই মানুষ মেরে দেশটাকে খুবলে খেয়েছে।

এবার মোটরসাইকেলে প্রচারণা করতে বিরত করেছে জামায়াতে ইসলামী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের প্রার্থীদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে আমিরে জামায়াত সারাদেশের সকল জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল-ভিত্তিক সব ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *