পাবনা: দেশের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেয়া হচ্ছে গ্রামীণ ব্যাংক। তবে এই আগুন মেটিকুলাস আগুন নয় এটা বলা যায় না। মেটিকুলাস ডিজাইনে সব পুড়িয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর প্রক্রিয়া তো চলছেই।
এবার পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে আগুন দেয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা শাখার সাইনবোর্ডে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে সাইনবোর্ডের একটি অংশ পুড়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
