ঢাকা: বাংলাদেশের মানুষের নিরাপত্তা কামনা করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

পবিত্র ভূমি মক্কা থেকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও দেশের শান্তি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তাঁকে ইহরাম বাঁধা অবস্থায় দেখা যায়।

সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান।

ছবির ক্যাপশনে সাকিব আল হাসান মহান আল্লাহর কাছে প্রার্থনা করে ইংরেজিতে লিখেছেন, “May Allah keep bangladesh and people of Bangladesh safe.” যার বাংলা অর্থ দাঁড়ায়, “মহান আল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখুন।”

সাকিবের পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বর্তমানে সাকিব আল হাসান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি সাকিব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *