ঢাকা: ষড়যন্ত্রের আদালত, বিচার ব্যবস্থা জামাত শিবিরের দখলে গেছে ৫ আগস্টের পর। একের পর এক মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় আগামি ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

উল্লেখযোগ্য যে, মোট ৩২ জন সাক্ষীর জবানবন্দি, অবৈধ নির্দেশনামা এবং ভুয়া হলফনামাসহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করে দুদক। যুক্তিতর্ক শেষে বিচারক আগামী ১ ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *