চট্টগ্রাম: জামায়াত নাকি অবৈধ কাজ করে না? জান্নাতের কথা তো তাদের মুখেই শোনা যায় তাই না? অথচ তাদের কর্ম, আচার আচরণ দেখে আসছে মানুষ।

এবার জামায়াত নেতারা জনগণের ধাওয়া খেলেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে রীতিমতো ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন।

জনরোষের শিকার হওয়া নেতারা হলেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম উদ্দিন ও পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন।

তা এরা যে অবৈধ কাজ করতে গেলেন, তাতে জান্নাতের সম্ভাবনা কতটুকু?

জানা গিয়েছে, পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা ও পলাতক আমি-ডামি নির্বাচনের সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের ক্রয় করা ১০০ একর কৃষি জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে গ্রামবাসীর তীব্র ক্ষোভের মুখে পড়ে জামায়াত নেতারা।

রীতিমতো দৌড়ানো দেয়া হয় জামায়াত নেতাদের। ভয়ে তাঁরা পালিয়ে বাঁচেন শেষপর্যন্ত।

প্রায় চার পাঁচশত গ্রামবাসী একসাথে হয়ে জামায়াত নেতাদের ধাওয়া দিলে জামায়াত নেতা জসিম উদ্দিন ও কমিশনার রেহান উদ্দিনসহ অন্য জামায়াত নেতারাও পালিয়ে যেতে বাধ্য হন।

গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় কয়েকজন জামায়াত নেতা আহত হয়েছেন বলে জানা যায়। যদিও এই ঘটনার দায় নিতে নারাজ জেলা জামায়াতে ইসলামী।

ঘটনাটি ঘটে সোমবার ২৪ নভেম্বর দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *