ঢাকা: লুটপাট, ঘুষের সোনালী অতীত, চাঁদাবাজি চলছেই দেদারসে। কোনো কমতি নেই। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা চোখে দেখেন না আমাদের দেশের!
তাঁর মুখে বরাবর অবাস্তব, রূপকথার গল্প।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নানা অপকর্মের বিরুদ্ধে বহু অভিযোগ উঠলেও কোনো শাস্তি নেই কারো।
জনগণ সব দেখছে, সব বুঝছে—অন্যায়কারীরা যতই আড়ালে থাকুক, একদিন না একদিন মুখোশ খুলে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তবে কেন বন্ধ হলো না চাঁদাবাজি একথা বলতে পারলেন না তিনি।
পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে। কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।
সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, পিঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।আমাদের কৃষকবান্ধব হতে হবে।
