ঢাকা: জনসংখ্যা বাড়ছেই দিনের পর দিন। জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
জনসংখ্যা মনে হয় প্রতিদিন বাড়ছে ঢাকা শহরে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে, তাতে করে ২০৫০ সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।
দেখা গেলো, টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে আছে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও।
জাতিসংঘের তথ্য বলছে, জাকার্তায় এখন বসবাস করছেন ৪ কোটি ১৯ লাখ মানুষ, ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ, এবং টোকিওতে ৩ কোটি ৩৪ লাখ মানুষ।
গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই একটু ভালো থাকার আশায় ঢাকামুখী হচ্ছে। আর এই আগমন ঢাকার জনসংখ্যা দিনে দিনে বাড়িয়ে তুলছে।
জাতিসংঘ বলেছে, ঢাকার জনসংখ্যা বাড়ার প্রধান কারণ হলো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের ঢাকায় আগমন।
কেউ কাজ বা সুযোগের সন্ধানে, কেউ বা বন্যা ও সমুদ্রস্তর বাড়ার ঝুঁকিতে রাজধানীতে পাড়ি জমিয়েছেন। সব মিলিয়ে দিনের পর দিন বাড়ছেই জনসংখ্যা।
আর সব মিলিয়ে ২০৫০ সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।
