ঢাকা: হিন্দুদের উপর অত্যাচার তো চলছেই। তার সঙ্গে বাউল, ফকিরদের উপরেও অকথ্য নির্যাতন চলছে দেশে।

নিরীহ শিল্পী যারা মানুষ হত্যা করেনা, তাঁদেরই ধরে ধরে পেটানো হচ্ছে। বেধড়ক মারধর, জুতোপেটা, গ্রেফতার, অত্যাচার চরমে পৌঁছেছে।

যে বাংলাদেশ লালন ফকিরের জন্মস্থান, সেই বাংলাদেশে আজ বাউল, ফকিরদের উপর নির্যাতন চলছে। ইসলামের কট্টরপন্থীরা অকথ্য অত্যাচার শুরু করেছে।

আব্দুল সরকার নামে এক বাউল শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশের নাগরিক সমাজ।

এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া, অধ্যাপক সোচ্চার হয়ে উঠেছেন।

বাংলাদেশে জামাত ই ইসলামের দাপট চলছে। সরকারের ভিতরে আরেক সরকার চালাচ্ছে তারা।

দুশোর বেশি মাজার ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে, কবর থেকে দেহ তুলে পুড়িয়ে দিচ্ছে।

সাথে, অসংখ্য মানুষকে মুর্তাদ, কাফের, শাতিম বলে ঘোষণা করা, কবর থেকে দেহ তুলে পুড়িয়ে দেওয়া, রাস্তায় বাউল, ফকিরদের চুল জোর করে কেটে দেওয়া, মহিলাদের চলাফেরা ও পোশাক নিয়ে হেনস্থা, নাচ, গান, থিয়েটার, খেলা, মেলা, সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ভেঙে দেওয়া চলছে।

তবে লেখক তসলিমা নাসরিন লিখেছেন, বাংলাদেশের সবটা এখনও নষ্ট হয়ে যায়নি। কিছু ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাউল হামলার প্রতিবাদ করছে। এদের স্লোগানগুলো ভাল।

তসলিমা তাদের স্লোগানগুলো উল্লেখ করেছেন।

আবুল সরকার গ্রেফতার কেন, ইন্টেরিম জবাব দাও
বাউলদের ওপর হামলা কেন ইন্টেরিম জবাব চাই
যেই হাত বাউল মারে, সেই হাত ভেঙ্গে দাও
মৌলবাদের বিষ দাঁত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও
মৌলবাদের কালো দাঁত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও…!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *