ঢাকা: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়েই আছেন।
সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলার সাজা হিসাবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এরপরেই শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ঢাকা।
এবার ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশের ইউনুস সরকারের তরফে চিঠি গিয়েছে দিল্লিতে।
উক্ত চিঠিতে লেখা হয়েছিল, ভারতীয় হাইকমিশনার যেন দিল্লির বিদেশমন্ত্রকে চিঠিটি যথাসম্ভব পৌঁছে দেন।
রবিবার সেই তথ্য প্রকাশ্যের পর এবার এই নিয়ে প্রথম মুখ খুলেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে পরিষ্কার জানানো হয়েছে, হাসিনাকে নিয়ে বাংলাদেশের করা অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার বিদেশ-মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যার মধ্যে রয়েছে শান্তি,গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তি।
রণধীর বলেন, “হ্যাঁ আমাদের কাছে একটি অনুরোধ এসেছে। আর এই অনুরোধটি বিচারবিভাগীয় এবং আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুরোটা খতিয়ে দেখা হচ্ছে।”
জয়সওয়াল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে।
শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন।
