ঢাকা: প্রতিদিন ডেঙ্গু জ্বরে মৃত্যু আছেই। তবে সরকারের সঠিক পদক্ষেপ এখন অবধি দেখা যায়নি।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টাতেও দেশে ৭ জন মারা গিয়েছেন। এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৬৭ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য বলছে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গিয়েছেন মোট ৩৭৭ জন। এবং একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *