ঢাকা: শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন না জেড আই খান পান্না।

কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আস্থা নেই।

—এই নৈতিক অবস্থানকে সম্মান জানিয়েই ওই আদালতে তাঁর পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

তিনি মনে করেন, মক্কেলের আস্থা নেই এমন কোনো আদালতে তাঁকে ডিফেন্ড করতে যাওয়া অনৈতিক বিষয়।

দেখা গেলো, এক ভিডিও বার্তায় জেড আই খান পান্না শেখ হাসিনার আইনি লড়াই থেকে সরে আসার এই কারণ ব্যাখ্যা করেছেন।

পরিষ্কার জানালেন তিনি, ‘‘আমি আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি, মাননীয় শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নেই।

যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেই আদালতে তো আমি তাঁকে ডিফেন্ড করতে পারি না। এটা উচিত না এবং অনৈতিক।’’

বলেন, ‘‘এই বিচারটি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক সংগঠন তাদের মতামত ব্যক্ত করেছে। গত ১৬ বছর ধরে যারা আওয়ামী শাসনের বিরোধিতা করেছে, তারাও এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।’’

নির্বিঘ্নে ডিফেন্ড করতে পারবেন না তিনি, একথাও জানিয়ে দিয়েছেন।

‘‘আদালতে যদি নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি, তবে সেখানে দাঁড়িয়ে লাভ নেই। আমি কোনো বিক্রয়যোগ্য পণ্য নই। যখন যেটা সঠিক মনে করেছি, সেটাই করেছি।’’

এবং লড়াই এর কথাও শুনিয়ে দিলেন তিনি।

‘‘এ দেশ পাকিস্তানি, মৌলবাদী বা স্বাধীনতাবিরোধীদের হাতে যাবে না। লড়াই ছেড়ে যাব না।’’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *