ঢাকা: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে এই রায় ঘোষণার আগেই মামলাকে ‘সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন সজীব ওয়াজেদ জয়।
দুদকের মামলা ও সাম্প্রতিক রায় নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, “একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি। আমার মা বা আমাদের পরিবারের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে এটাই মূল উদ্দেশ্য।”
অভিযুক্ত প্লট বরাদ্দের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা পরিবারের অনিয়মের কোনও সম্পর্ক নেই।
তিনি বলেন, “আমার পরিবার এবং আমি প্রত্যেকে ঢাকার উপকন্ঠে একটি অনুন্নত এলাকায় এক-ষষ্ঠমাংশ একর (১/৬ একর) জমি ৩০ লাখ টাকা করে কিনেছি। আমরা এই জমি ব্যক্তিগত অর্থে কিনেছিলাম।
পরিবারের কারোরই বাংলাদেশে এর আগে কখনও সম্পত্তি কেনা হয়নি। আমাদের যা সম্পত্তি সবই উত্তরাধিকার সূত্রে পাওয়া।
অবৈধ ইউনুস সরকারের অধীনের ‘ক্যাঙ্গারু কোর্ট’ আরও একটি দ্রুত বিচার ও রায় দিয়েছে।
আমাদের সাথে কোনপ্রকার যোগাযোগ করা হয়নি, আইনজীবী নিয়োগের অনুমতি দেওয়া হয়নি এবং কোনো প্রকার আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এই রায়ের লক্ষ্য আমার পরিবারের সদস্যদের নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া।
এই অবৈধ সরকার বঙ্গবন্ধু পরিবারকে এতটাই ভয় পাচ্ছে”।
