বাগেরহাট: নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস চলছে।

এইবার বাগেরহাট সদরে রাতের আঁধারে বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মাঝখানে কোনো একসময় উপজেলার কাড়াপাড়া গ্রামের ব্যাংকের মোড় এলাকায় কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন অফিসে এই ঘটনাটি ঘটে।

নেতাকর্মীরা ধারণা করছেন, বুধবার রাতে পেছন দিক থেকে জ্বালানি ঢেলে আগুন লাগানো হয়েছে।

আগুনের ঘটনায় ৫০টি চেয়ার, জিয়াউর রহমান, তারেক রহমানের ছবি এবং অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আলী বলেেন, ‘সারাদিনে অফিস খুলিনি। সন্ধ্যায় মিটিং করার জন্য খুলে দেখি অফিসের ভেতরে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করছি রাত ৩টা থেকে ৫টার মধ্যে টিনের বেড়ার ফাঁক দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে।

আগুনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি পুড়ে গেছে। অফিসের প্রায় ৫০টি চেয়ার আগুনে পুড়ে গেছে। টিনের ঘর বলে সারাদিন বাইরে থেকে কিছু বোঝা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *