টেকনাফ: বিশাল ওজনের ভোল মাছ ধরা পড়লো জেলের জালে।
কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৬৬ (৪ মণ) কেজি ওজনের একটি ভোল মাছ। মাছটির কেনা দাম পড়েছে ১ লাখ টাকা। লাখ টাকায় মাছটি কিনে নেন স্থানীয়রা।
মাছটি জালে উঠে বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ভোরে। টেকনাফের বাহারছড়া উপকূলীয় সাগর এলাকায় মো. সাইফুল্লাহ কোম্পানির মালিকানাধীন জালে মাছটি ধরা পড়ে।
বুধবার (২৬ নভেম্বর) দিনগত মধ্যরাতে জাল ফেলা হলে ভোরে বিশাল আকৃতির ভোল মাছ ধরা পড়ে। ভোল মাছটির ওজন ১৬৬ কেজি।
এত বড় মাছ, দেখতেও সুন্দর। বিশাল আকৃতির ভোল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন, মাছ ব্যবসায়ীরাও ভিড় করেন।
