ঢাকা: শাহবাগে বাউলদের ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে জঙ্গী হামলা চালিয়েছে জুলাই মঞ্চ। জুলাই মঞ্চ একটা উগ্র, জঙ্গি সংগঠন সেটা প্রমাণ করে দিলো।

উগ্রবাদ কতটা ছড়িয়েছে দেশে চিন্তা করে দেখেন।

উগ্রবাদ নিয়ে কথা বলতে গেলে অনেকেই তেড়ে আসেন। পুলিশ হাজতে নেয়। অথচ ধর্মীয় উগ্রবাদে ছেয়ে যাচ্ছে দেশ।

উগ্রবাদীদের শক্তহাতে দমনের কোনো বিকল্প নেই। অথচ এই সরকার আর কী করবে?

সরকার বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের ঘোষণা দিলেও আদতে নীরব ভূমিকায়, মাথানত করে আছে উগ্রবাদীদের কাছে।এই দেশ নষ্টদের অধিকারে চলে গেছে।

দেখা যায়, অনুষ্ঠান শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় অনুষ্ঠানস্থলে মব নিয়ে আক্রমণ করেছে জুলাই মঞ্চ। এরা কোনভাবেই সম্প্রীতি যাত্রার গানে গানে আর্তনাদ অনুষ্ঠান করতে দেবে না। এদের দাবি বাউল আবুল সরকারের মুক্তির দাবি নাকি করা যাবে না।

এই জুলাই এর নামে যতগুলো দোকান খোলা হয়েছে সবগুলোই মববাজি করে। আর এদের প্রশ্রয় দিয়েছে ইন্টেরিম সরকার। আশ্রয় দিয়েছে জামাত শিবির ও এনসিপি।

হামলাকারীদের মুখে শ্লোগান ” দিল্লী না ঢাকা”… কিন্তু এই মূর্খরা জানে না, বাউলিয়ানা দিল্লীর নয়, চিরায়ত বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য।

বাউল আবুল সরকারকে গ্রেফতার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনার তীব্র সমালোচনা করেছে জনগণ।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালায়।

অভিযোগ, উসমান হাদীর নেতৃত্বে পরিচালিত ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *