ঢাকা: ইশরাককে শপথ পড়ানোর দাবিতে বিএনপির নেতাকর্মীরা আবার নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
তারা নগরভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। সেখানে ঢুকতে পারছেন না সেবাপ্রত্যাশীরা।
এবং বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম-মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব নাগরিক সেবা। ফলে সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ জনগণ। ভোগান্তির শেষ নেই।
এর আগে বিএনপি নেতাকর্মীরা নগর ভবন, মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান নিয়ে টানা এক সপ্তাহ ধরে ঢাকা শহরের দুই কোটি মানুষকে অবরুদ্ধ করে রেখেছিলো।
ঢাকার মেয়র পদ নিয়ে বিএনপি’ র সঙ্গে সরকারের বিরোধ তুঙ্গে বর্তমানে।
একজন নেতার মেয়র পদের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহরের সাধারণ নাগরিকদের অবস্থা নাজেহাল করে রেখে দিয়েছেন।
প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, মানুষের দুঃখ-দুর্দশা বোঝার শক্তি যার নেই, তিনি মেয়র হলে কীভাবে মানুষকে সেবা দিবেন?
রবিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে কদমতলী ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল আলম দীপুর নেতৃত্ব শখানেক নেতা-কর্মী যোগ দিয়েছেন।
নগর ভবনের সবগুলো গেইটে তালা ঝুলিয়ে দেয়া হয়। এবং তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারও পদত্যাগ দাবি করেন ।
ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না, মানব না’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’সহ নানান রকমের স্লোগান দেন তারা।
বিএনপির সভাপতি দীপু বলেন, “ইশরাক হোসেন জনতার মেয়র। তার শপথ নিয়ে সরকার টালবাহানা করে অন্যায়ের আশ্রয় নিচ্ছে।
আদালত অবমাননা করছে। আমরা শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে আছি। জনতার মেয়রকে শপথ না পড়ানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।“
দীপু বলেন, “রায়ও এসেছে, রিটও খারিজ, আর কিসের জন্য অপেক্ষা? সরকার ইচ্ছাকৃতভাবে দায়িত্ব দিচ্ছে না।”