ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।

সন্তানের পাশে মা থাকে, অথচ মায়ের এই সময় সন্তান নেই কেন? কিসের ভয় এখনো?

অভিযোগ উঠেছে, শুধু আইনি জটিলতা নয়, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী এবং সেনাবাহিনীর এক অংশের কঠোর আপত্তির জন্যে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান।

তাঁর ফেরা তাঁর একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়।

তাছাড়াও তারেক রহমান যে একদিক থেকে মেরুদণ্ডহীন রাজনীতিবিদ সেটাও প্রমাণিত হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান রাষ্ট্রপতি।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন।

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে এখন চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *