ঢাকা: ‘মানবতা বিরোধী অপরাধ’ করেছেন এমন অভিযোগ আনা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।
শেখ হাসিনা এবং তাঁর দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধ জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ জমা পড়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
তাঁকে আগামী ১৬ জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁকে ১৬ জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও ১৬ জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র আইসিটিতে জমা দেওয়া হয়েছে।
জুলাইয়ের গণহত্যার ঘটনায় পরিকল্পিতভাবে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় মুজিব কন্যা হাসিনাকে।