ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নে কর্মবিরতি চলছে।
এতে করে বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দেশের প্রায় ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেলো।
তবে শিক্ষাখাত কীভাবে সুস্থ থাকবে সে নিয়ে কোনো চিন্তা নেই সরকারের।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষকের লাগাতার কর্মবিরতি চলছে। তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকেই কর্মসূচি পালন করছেন তাঁরা।
এবার তাঁরা সরকারকে নতুন আলটিমেটাম দিয়েছেন।
ঘোষণা অনুযায়ী রবিবারের (৩০ নভেম্বর) মধ্যে তাদের দাবি না মানা হলে সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন করবেন।
মোদ্দা কথা এই দেশে শিক্ষা বলতে আর কিছু নেই।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা লাগাতার কর্মবিরতি করছি। সারা দেশের সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ। বার্ষিক পরীক্ষা আসন্ন। তার আগে রোববার যদি সরকার আমাদের দাবি না মানে, তাহলে সোমবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করবো আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
