ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। লড়াই করছেন মৃত্যুর সাথে, খবর তেমনি।
এবার চীন থেকে এলো বিশেষজ্ঞ চিকিৎসকের দল। চিকিৎসার জন্য চীনের ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে ৪টা নাগাদ তাঁরা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
জানা যাচ্ছে, সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চীনা চিকিৎসকদের এই বিশেষ প্রতিনিধি দল।
৫ সদস্যের এই দলে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর ফুসফুস ও হার্টে সংক্রমণ হয়েছে।
