জামালপুর: জামায়াত নেতার বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে সব।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াত নেতা পরাগ আহম্মদের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে জোনাইল বাজার সংলগ্ন পুজাঘাটি এলাকায় এই ঘটনাটি ঘটে।
পরাগ আহম্মেদ স্থানীয় ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রয়াত দুদু মাস্টারের ছেলে।
দুটি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরাগ আহম্মেদ।
তিনি বলেন— “দুপুর ২টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরনের কাপড় ছাড়া কিছুই আর বাঁচাতে পারিনি।”
আগুনের খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
