ঢাকা: তারেক জিয়ার অবস্থা হয়েছে নন্দলালের মত। তিনি মনে করছেন যেকোন মূল্যে দেশের জন্য তাঁর বেঁচে থাকতে হবে। ক্ষমতা পাবার জন্য তাঁর বেঁচে থাকতে হবে।

এজন্য মা মৃত্যু শয্যায় জেনেও তিনি আসতে পারছেননা। এই তারেক জিয়াই ধর্ম-ব্যবসায়ীদের নেতা।

আসলে লণ্ডনে বসে দু চার বুলি আওড়ালেই কেউ নেতা হয় না।

তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারেন না —
‘আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, দুইবার মরে না…’

বিএনপি অতীতেও খালেদা জিয়াকে বিক্রি করে রাজনীতি করেছে, এখনো করছে।

খালেদার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন তারেক।

বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে এই দেশের টপ মাফিয়া ছিল তারেক। দেশকে অন্তত ২০ বছর পিছিয়ে দিয়েছে জোট সরকারের আমল। খাম্বা চুরি, বিদ্যুৎ চুরি, এতিমের টাকা চুরি, বাজেট চুরি ও ১০ পার্সেন্টের গল্প সকলের জানা।

এদিকে, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সালাউদ্দিন। সেখানেই এই কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডা এ জেড এম জাহিদ কথা বলবেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *