ঢাকা: হঠাৎই ভিভিআইপি হয়ে গেলেন খালেদা জিয়া, অফিসিয়ালি নিরাপত্তা বাড়ানোর নামে এভারকেয়ারের সামনে ব‍্যারিকেড দেওয়া হলো।

অসুস্থতাকে আরো নাটকীয় করে তোলার চেষ্টা।

৮০ বছর বয়সী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ।

১ ডিসেম্বর, সোমবার রাত থেকে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতাল এলাকা ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণার পর।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২(ক) ধারায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে খালেদা জিয়াসহ তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মোতায়েনের কথা উল্লেখ করা হয়েছে, ফলে জিয়া পরিবারের সবাই এই বিশেষ নিরাপত্তা প্রটোকলের আওতায় আসবেন।

উল্লেখযোগ্য যে, দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। এর আগে বাড়িতে থেকেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন শেখ হাসিনা।

এদিকে, তাঁর হার্ট, লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত পুরোনো জটিলতার সঙ্গে লাং ইনফেকশন যুক্ত হওয়ায় চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন কিন্তু নিয়ন্ত্রিত’ বলে বর্ণনা করছেন এবং বিদেশি বিশেষজ্ঞসহ একটি বৃহত্তর মেডিকেল বোর্ড তাঁকে পর্যবেক্ষণ করছে।

এদিকে , VVIP প্রটোকল কার্যকর হওয়ায় রাত থেকে হাসপাতাল প্রবেশপথে চেকপোস্ট, ব্যারিকেড, নজরদারি আরও কড়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে কয়েক দফা বিবৃতিতে অযাচিত ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *