চট্টগ্রাম: অনলাইনে জুয়া এখন জেন জি জেনারেশনের নেশায় পরিণত হয়েছে। হয় মা বাবাকে অত্যাচার করে টাকা পয়সা নিচ্ছে, নাহয় নিজেই চুরি ডাকাতি করে জুয়া খেলছে!
একটা গোটা জেনারেশন এইভাবে বিগড়েছে।
এবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজের ঘর থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। খবর অনুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের সম্পর্কে জানা গিয়েছে। নিহত রাজু শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
রাজু বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত ছিলেন, তাঁর নেশা ছিলো অনলাইনে জুয়া খেলা। জুয়া না খেললে পাগল অবস্থা হয় তার।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে তারা রাজুকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
