ঢাকা: বাংলাদেশে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে।
প্রতিদিনের সংবাদে চোখ রাখলেই দেখা যায় হত্যা, চুরি, সন্ত্রাস কিংবা সরকারি কর্মকর্তাদের ওপর হামলার খবর যেন এখন নিয়মিত বিষয়।
সাধারণ নাগরিকের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে, আর প্রশাসনের ভেতরে তৈরি হয়েছে ভীতি, হতাশা ও অনিশ্চয়তার এক অচলাবস্থা।
অথচ একজন মিথ্যাবাদী প্রতারক স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের মতো করে বানিয়ে বক্তব্য দিয়েই যান।
কী বললে তিনি?
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন, সেই ব্যবস্থা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তায় প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে, কিংবা কোনো শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করা হবে।
