ঢাকা: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ আছেই। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে।
সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৬৫ জন ডেঙ্গুরোগী।
তথ্য বলছে, এই নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৬ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৯৫ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।
আজ, মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৫৭৮ জন ডেঙ্গুরোগী। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ১৯৬ জন।
