ঢাকা: বলা হচ্ছে তারেক রহমান আসবেন আসবেন, তবে আদৌ তাঁর মতিগতি কি সেটা অবশ্য তিনিই ভালো জানবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান চাইলেই তাঁর ট্রাভেল পাস ইস্যু করা হবে।
বলেন, তারেক রহমানের ঢাকায় ফেরার বিষয়ে এখন পর্যন্ত সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
প্রসঙ্গত, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তিনি দেশে আসবেন, এমন খবর পাওয়া যাচ্ছে।
দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।
সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন খালেদা। এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হয়।
এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাঁকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সঙ্গে আরও কিছু জটিলতা আছে।
রবিবার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়।
এই ট্রাভেল পাসের কথা উঠছে, কী এই ট্রাভেল পাস?
বিশেষ পরিস্থিতিতে ভ্রমণের অনুমতি দেওয়া এক ধরনের অস্থায়ী দলিলকে বলা হয় ট্রাভেল পাস।
এটি সরকার, দূতাবাস বা আন্তর্জাতিক কোনো সংস্থা ইস্যু করতে পারে।
যদিও এটি পাসপোর্টের মতোই ভ্রমণদলিল হিসেবে ব্যবহার করা হয়, তবে এর বৈধতা ও ব্যবহারের নির্দিষ্ট সময়, সীমা রয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ট্রাভেল পাস সাধারণত যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নাগরিকত্ব নেই এমন ব্যক্তি বা শরণার্থীদের দেওয়া হয়।
