ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু পাচারের চেষ্টা? শুনতে অবাক লাগলেও এই দেশে এখন আর কিছুই অবাক হবার মতো নয়।
এই কাণ্ড করতে গিয়ে নাহার (৪৭) এবং তার বোন হাসিনাকে (৩৮) আটক করেছে আনসার সদস্যরা। তাদের দুইজনকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে এই দুইজনকে আটক করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন জানিয়েছেন, ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একটি নবজাতক পুত্র শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো তারা।
সেই সময় আনসার সদস্যরা তাদের আটকায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় টহল টিম দ্রুত তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে তারা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ‘নাহার মেডিকেল সেন্টার’-এর মালিক নাহার এবং তার বোন হাসিনা ৫০ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রির পরিকল্পনা করে।
কমিলা বেগম নামে এক নারীর সঙ্গে ওই অর্থে চুক্তি করে শিশুটিকে হাসপাতাল থেকে কৌশলে বের করে নেওয়ার চেষ্টা করছিলো তারা।
এরা দুইজন এইভাবে শিশু কেনা বেচার কাজ করে আসছিলো।
ভুক্তভোগী কমিলা বেগম জানান, তার অপারেশনে ২২ হাজার টাকা খরচ হয়েছে। পাচারকারীরা জানায়, বাকি টাকা তুলতে না পারায় শিশুটিকে অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করছিল তারা।
কিন্তু সন্তান দিতে রাজি না হওয়ায় এবং শিশুটিকে দুধ খেতেও না দেওয়ায় পরিস্থিতি জটিল হয়।
গত ২৯ নভেম্বর কমিলা বেগম সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) শিশুটিকে হাসপাতাল থেকে বের করে নেওয়ার চেষ্টা করার সময়ই তারা ধরা পড়ে।
