ঢাকা: নির্বাচন নিয়ে খেলা শুরু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই নির্বাচনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিট করেছেন যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচনের আগে শুরু হয়ে গেলো আইনী প্রক্রিয়া।
রিটে তিনি জিজ্ঞাসা করেছেন, কেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না।
এছাড়া, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
হাইকোর্ট এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে।শুনানি হয়তো আগামী সপ্তাহে হতে পারে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ২০২৬ এর ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি জুলাই মাসে জাতীয় সনদ বা চার্টার নিয়ে গণভোট আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
আর এর মধ্যেই নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে আবেদন করা হলো।
