ঢাকা: মানব জন্ম কী এতোটাই নিকৃষ্ট হয়ে গেলো? দয়া মায়া অনুভূতি একেবারে শুন্য কীভাবে হলো মানুষ? হয়তো আইনের সঠিক শাসন থাকলে দেশের এই অবস্থা হতো না।
কুকুর ছানা গুলোকে নির্মমভাবে মেরে ফেললেন এক নারী। কুকুরের ডাকাডাকিতে বিরক্ত হয়ে আটটি জীবিত কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন তিনি।
এই অমানবিক অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের এক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে।
এই ঘটনায় উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
এমন নৃশংস ঘটনায় বাকরুদ্ধ পুরো দেশ। এই ঘটনা কোনো মানুষ ঘটাতে পারে?
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে এই হৃদয়বিদারক দৃশ্যের দেখা মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আটটি কুকুরছানার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
মা কুকুরটি তাদের শরীরের গন্ধ শুঁকে স্পন্দন বোঝার চেষ্টা করছিল। যখন বুঝতে পারে তার সন্তানগুলো আর বেঁচে নেই, তখন পাগলপ্রায় মা কুকুর যেন বাকরুদ্ধ হয়ে আর্তনাদ করতে থাকে।
আহারে! এই দৃশ্যও দেখতে হচ্ছে আমাদের! ধিক্কার জানাচ্ছে মানুষ এমন পৈশাচিক ঘটনায়।
