ঢাকা: দেশে মোবাইল ফোনের অবৈধ আমদানি ও চোরাচালান নিয়ন্ত্রণে নতুন নীতিমালা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।
প্রবাসীরা ছুটি কাটাতে দেশে এসে টানা ৬০ দিনের বেশি অবস্থান করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার)–এ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
আর প্রবাসীদের জন্য কর-ছাড় সুবিধাও নির্ধারণ করা হয়েছে। যেসব প্রবাসীর বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) নিবন্ধন কার্ড রয়েছে, তারা দেশে ফেরার সময় ট্যাক্স ছাড়া তিনটি ফোন আনতে পারবেন—নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত আরো দুটি নতুন হ্যান্ডসেট।
এবং যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত হ্যান্ডসেট ট্যাক্স দিয়ে আনতে পারবেন।
তবে এতে করে প্রবাসীরা ক্ষেপে গিয়েছেন।
তাঁরা বলছেন, ‘প্রবাসীরা এই দেশের ভাড়াটিয়া? তারা কারো টাকায় ফোন কেনে না চুরি ও করে না নিজের টাকায় কেনে তারা নিজ দেশে আনলে তারা ট্যাক্স কেন দেবে’?
প্রবাসীরা আরো প্রশ্ন করেন, প্রবাসীরা কি ভিন্ন দেশের নাগরিক? তাদের টাকায় সচল থাকে দেশের অর্থনীতি’!
বিটিআরসি জানিয়েছে, বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানিতে মোট শুল্কহার ৬১ শতাংশের মতো। এই উচ্চ শুল্ক কমালে বৈধ আমদানি বাড়বে এবং মোবাইলের বাজারদরও কমে আসবে।
