ঢাকা: শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন যুবক।
তারপরেই তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মী মমিন খান শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভৎস ঘটনা দেশজুড়ে।
জানা গিয়েছে, গত ৩০ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আয়োজিত মিছিল শেষে বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন।
নিহত মমিন খান শাকিলের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায়।
তিনদিন নিখোঁজ থাকার পর মমিন খান শাকিলের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, বাসায় ফেরার পথে তাঁকে অপহরণ করা হয়। পরে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
