ঢাকা: শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন যুবক।
সেই যুবকের লাশ উদ্ধার হয় তুরাগ নদী থেকে। ছাত্রলীগ কর্মী মমিন খান শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত ৩০ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আয়োজিত মিছিল শেষে বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন।
এই ঘটনায় ছাত্রলীগ গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানায়।
ফেসবুকে লেখে:
“আজকের অস্থির ও অরাজক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আরেকটি নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীর ক্ষোভে শোকাহত করেছে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শেষে মিছিল করে ফেরার পথে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মী মমিন খানকে পরিকল্পিতভাবে খুন করে তুরাগ নদীতে লাশ ফেলা রাখা হয়।
এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বাংলাদেশের তরুণ শক্তিকে নির্মূল করার ঘৃণ্য রাজনৈতিক নাশকতা।
বাংলাদেশ ছাত্রলীগ এই বর্বর, নৃশংস এবং কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায়।
“আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রলীগের একজন কর্মীর রক্ত বিন্দুমাত্র বৃথা যাবে না। যারা এই হত্যার সাথে জড়িত, যারা পৃষ্ঠপোষক, তারা অরাজকতা ছড়িয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।
দখলদারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে সকল অপরাধীকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে।
মমিন খানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তাঁর ত্যাগ আমাদের সংগ্রামকে আরও দৃঢ় করবে, আমাদের প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের রাজপথে গণতন্ত্র ও ন্যায়ের জন্য, সংগঠনের প্রতিটি কর্মী মমিনের রক্তের ঋণ শোধ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আমরা মমিন খানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি”।
