ঢাকা: বিজয়ের মাসে পাকিস্তানির কারাগার মুক্তি! অত্যন্ত সুন্দর দৃশ্য।
বর্তমান বাংলাদেশের ঘটনা প্রকৃতি যে জায়গায় যাচ্ছে, বাঙালির ভাষা, সংস্কৃতি, সভ্যতার পাকিস্তানি সংস্করণ করার ভয়ংকর চেষ্টা শুরু হয়ে গেছে।
বাংলাদেশের পাকিস্তানের রূপান্তরণ হয়তো সময়ের অপেক্ষা।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। তিনি ২৬ বছর বন্দী ছিলেন।
রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরি থানার দিন মোহাম্মদের ছেলে।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানার করা মামলায় কারাভোগ করছিলেন।
ঐ পাকিস্তানি নাগরিক বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান। লাল রঙের গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান তিনি।
কারাগার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে রইস খান কারাভোগ করছিলেন। ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়।
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তাঁর সাজার মেয়াদ উত্তীর্ণ হয় বলা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে দূতাবাসের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
