সিলেট: বাংলাদেশে নাম বদলের হাওয়া চলছে। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধার নাম, হিন্দুদের নামে কোনো হল বা অন্য কোনো কিছুই রাখা হবে না।
মুহাম্মদ ইউনূসের নতুন দেশে বর্তমানে এই ট্রেণ্ড চলছে।
এবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৬ টি আবাসিক হলের নাম পরিবর্তন এবং সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো. আসাদ উদ দৌলা স্বাক্ষরিত এক পরিপত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি জানানো হয়।
নতুন প্রশাসনিক আদেশে জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন এবং ৩টি হলের নাম পুনর্বহাল করা হয়েছে।
দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে নামকরণ করা তিনটি হলের নতুন করে নাম দেওয়া হয়েছে।
এবং বিএনপি আমলে করা তিনটি হলের, যেগুলোর নাম আওয়ামী লীগের আমলে পরিবর্তন করা হয়েছিল, সেগুলো ফের পুনর্বহাল করা হয়েছে।
রঙীন বাংলাদেশে এখন যা ইচ্ছা তাই চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল,শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে করা হয়েছে হযরত শাহজালাল( র.)হল, জেনারেল এম. এ. জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল।
বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুরের সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মিটিয়ে ফেলা হচ্ছে। দ্বিতীয় স্বাধীনতার দেশে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর মান্যতা নেই।