ঢাকা: তীব্র ঠাণ্ডা পড়তে চলেছে বাংলাদেশে। শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে যাচ্ছে দেশ।

বলা হচ্ছে, চলতি মাসে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তিন মাসের পূর্বাভাসে জানালো আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তথ্য বলছে, এবারের শীতে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতর জানায়, এবার ৩-৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তবে এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ড্রিগ্রি সে.) রূপ নিতে পারে।

এছাড়াও দেশে শীত নামাবার জন্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *