গাইবান্ধা: দেশে ধর্ষণ, খুনের কমতি নেই। অথচ মিথ্যাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই চলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
বাংলাদেশের এক একটা জেলা থেকে প্রতিদিন ধর্ষণের খবর আসছে। মারাত্মক অবস্থা। নারী স্বাধীনতা তো বর্জন, গান বাজনা বন্ধ, মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না।
দেখা গেছে, এক বছরেরও কম সময়ে গাইবান্ধা জেলায় নারী ও শিশু ধর্ষণের সংখ্যা ১৭০–এ পৌঁছেছে।
বুধবার প্রকাশিত দেশের এক প্রথম সারির পত্রিকার প্রতিবেদনে উঠে আসা এই পরিসংখ্যান জেলার ভয়াবহ পরিস্থিতিকে স্পষ্টভাবে সামনে এনেছে।
বিশেষজ্ঞদের মতে, একটি জেলাতেই এত বড় সংখ্যার ঘটনা গোটা দেশের জন্যই ভয়াবহ সতর্কবার্তা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়।
এর পরদিন একই উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ৭৫ বছর বয়সী এক নারীও ধর্ষণের শিকার হন। এসব ঘটনার পর পুলিশ গ্রেপ্তার অভিযান চালিয়েছে বলে দাবি করলেও বেশ কয়েকজন অপরাধী এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে। তাঁদের খবর নেই।
গাইবান্ধার ঘটনায় দেখা গেছে, অধিকাংশ ধর্ষণের ঘটনা ঘটছে আত্মীয়দের দাঁড়া।
