ঢাকা: দেশটা যদি বলা হয় একটা অথর্ব দেশে পরিণত হয়েছে তাহলে ভুল হবে না। অথর্ব তো এমনি এমনি হবে না, অথর্ব সরকার যখন ক্ষমতায় থাকে, তখন অথর্ব দেশ হবেই।

জনগণ কীভাবে চলছে, টাকা পয়সা‌ নেই, পরিবার চলে না। মানুষ কী খাবে, কী জমাবে? কী বাজার করবে?

কল কারখানা বন্ধ হয়ে লক্ষ লক্ষ যুবক, নারী পুরুষ বেকার বসে আছে।

অথর্ব ইউনূসের ব্যর্থ দেশ পরিচালনার জন্য প্রতি পদে পদে দুর্ভোগের শিকার হচ্ছে দেশের সর্বস্তরের জনগণ।

ইতিমধ্যেই লাখে লাখে যুবক বেকার হয়েছে, কোটি মানুষ দারিদ্র্যতা বরণ করে টানছে গ্রামীণ থেকে উচ্চ সুদহারে ঋণের বোঝা। দিনমজুর যারা তাদের ইনকাম কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও ভাটা পড়েছে৷

চারদিকে অনিরাপত্তার ভীতি, দেশের কে ভালো আছে? কেউ ভালো নেই, শুধু ঐ ফ্যাসিস্ট ইউনূস গং এবং তার দোসরগুলো ছাড়া।

জনগণ বলছে, ইউনূসকে দিয়ে এদেশ চলতে পারে না। তবুও এই শাসক ক্ষমতাকে জবরদস্তি আঁকড়ে রাখতে চায়।

আওয়ামী লীগ আহ্বান জানাচ্ছে, “সময় এসেছে বাংলাদেশ থেকে অত্যাচারী, মানুষ হত্যাকারী ও ক্ষমতা লোভী অবৈধ ইউনূস সরকার হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *