বরিশাল: বাংলাদেশে চলছে জোর যার মুল্লুক তার। জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয়েছে।
শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
হামলায় পার্টি অফিসের ভেতরে চেয়ার-টেবিল, দলীয় নেতাদের ছবিসহ আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে । তবে এই সময় পার্টি অফিসের ভেতরে কেউ ছিলেন না।
৩১ মে রাত ৯টার দিকে ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা এবং ভাঙচুর চালানো হয়।
এর আগে আবার শনিবার বিকেল ৪টার দিকে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ ওঠে।
এই হামলায় আহত হয়েছেন অনেকে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, আক্তার রহসান সপ্রু, তরুণ পার্টির আহ্বায়ক জুম্মান হায়দার আহত হয়েছেন।
এদিকে গত অধিকার পরিষদের বিরোধিতা জাতীয় পার্টির সাথে।
নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ ২৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে গণঅধিকার পরিষদ।
শনিবার, ৩১ মে গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলাটি করেন।
মামলায় ৩০ জনের নাম উল্লেখ এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।