ঢাকা: দেশটা তো পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তান বানিয়ে ফেলেছে ইউনূস বাহিনী।

বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলে প্রশ্ন করেছে ইউনুস এর সরকার। যারা এতোদিন বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে তারা এখন কোথায়?

আসলে এদের ‘যুদ্ধ’ না বলে ভুল বোঝাবুঝি বলা উচিৎ ছিলো। বাংলাদেশে থাকা পাকি রক্তরা তো ৭১ কে ভুল বোঝাবুঝিই বলছে।

বিসিএস এর প্রশ্ন : ১৯৭১ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে “দখলদার বাহিনীর” বিরুদ্ধে গড়ে ওঠা “প্রতিরোধ যুদ্ধের” সংক্ষিপ্ত বিবরণ দিন।

৪ ঘণ্টার ২০০ নম্বরের এ পরীক্ষার ‘মহানন্দা’ সেটের ‘১’ নম্বর প্রশ্নে বলা হয়েছে, “১৯৭১ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দিন।”

দখলদার বাহিনী কে ? কার বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছিলো ?

এই যে ৫৪ বছর আগে নিজেদের পরাজয়ের দুঃখ ভুলতে না পারা- এটা বাংলাদেশকে একটা চরম বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়।

৫৪ বছর আগে ৩০ লাখ মানুষকে হত‍্যা, ২ লাখ নারীকে নির্যাতন , প্রায় ১ কোটি মানুষকে শরণার্থী বানাবার ক্ষেত্রে প্রত‍্যক্ষ অবদান রাখা এবং সহযোগিতা করার পরেও একটা দল যদি ক্ষমতার এত কাছে আসতে পারে, এমন বুক ফুলিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে – তাহলে আর দেশ কোথায় পৌঁছেছে, তা কী বলার অপেক্ষা রাখে?

৭১ কে যতভাবেই নিচে দেখাবার চেষ্টা করা হোক – সত‍্য হলো – ১৯৭১ এ , পাকিস্তান অস্ত্র সমর্পন করেছে।

আলবদর , আলশামস আর রাজাকাররা তাদের মাথার ছাতা হারিয়ে অসহায় হয়ে গিয়েছিলো। এই পরাজয় তাদের কলিজায় আঘাত করেছিলো, করে এবং করবে। ইউনূস আর কী বলবেন?

মুক্তিযুদ্ধকে বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের হেয় করার এক অদ্ভুত মিশনে নেমেছে এরা।

ড. ইউনূসের ‘রিসেট বাটন’ জামানায় ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধকে হেয় করার এই প্রয়াস যে সরকারের চরিত্র উন্মোচন করছে তাতে সন্দেহ নেই। ইউনূসের জামানায় বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধ হয়ে গেছে ‘প্রতিরোধ যুদ্ধ’।

বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ এবং পাকিস্তানি বাহিনীর পরিবর্তে ‘দখলদার বাহিনী’ লেখা নিয়ে নানা পরিসরে সমালোচনা চলছে।

বুধবার ৪৭তম বিসিএসের ‘বাংলাদেশ বিষয়াবলি’ বিষয়ের প্রশ্নপত্রে এসব শব্দ ব্যবহার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *