চট্টগ্রাম: ৫ আগস্টের পর কেউ কাউকে ক্ষমা করেনা। আর ক্ষমা তো বহু দূরের কথা, দোষ থাকলে তো ক্ষমা। ভয়াবহ অবস্থা দেশের।
চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে (পানসল্লা) তর্কের জেরে ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম বাবু (৪০) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন।
ছুরিকাঘাতে মেরে ফেলা হয়েছে তাঁকে। এই ঘটনায় তাঁর ভাইসহ আরও দু’জন আহত হয়েছেন।
এই পৈশাচিক ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে।
উল্লেখযোগ্য যে, নিহত রবিউল ইসলাম একই বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। আর নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী ছিলেন।
কথা কাটাকাটির জেরে যে এমন খুন হয়ে যেতে পারে এগুলো একবছর আগেও ভাবা যায়নি। অথচ এখন কথায় কথায় খুন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সামাজিক রীতি অনুসারে বৈঠক চলছিল।
সেই বৈঠকেই রবিউলের সঙ্গে জসিমের (৪৮) কথা-কাটাকাটি হয়। তারপর দেখা যায় জসিম ঘর থেকে একটি ছুরি এনে রবিউলের গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রবিউলকে ঘটনা থেকে উদ্ধার করতে গেলে তাঁর ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) এবং চাচাতো ভাই ইমন (২১) ছুরিকাঘাতে আহত হন।
