ঢাকা: ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্টুডিও থেকে সরাসরি আগামি ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এদিন, সোমবার, ২ জুন বিকেল ৩টায় আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা।
তবে, ভ্যাট দ্বিগুণ করা এবং ওয়ান-টাইম প্লাস্টিকের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আজ সালেহউদ্দিন আহমেদ দেশের ৫৫ তম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন,দীর্ঘ অনেক বছর পর রাজনৈতিক দলের বাইরে কোন বাজেট আসছে,উপদেষ্টা হিসেবে দেশের ইতিহাসে তিনিই তৃতীয় ব্যক্তি যিনি বাজেট ঘোষণা করবেন।
তবে বাজেটে আর যাই হোক, জিনিসপত্রের যা মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এসবের দিকে নজর না দিলে জনগণ স্বাভাবিকভাবেই ক্ষেপে উঠবে আরো।
চলমান অর্থনৈতিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি, কর্মহীনতা, বেসরকারি খাতে বিনিয়োগের অভাব, হতাশজনক কর-জিডিপির অনুপাত, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বৈদেশিক বাণিজ্যে-এর দৃশ্যমান প্রভাবসহ আরো অনেক সমস্যা অর্থনীতিকে আঁকড়ে ধরেছে।
এই বাজেট মানুষের প্রত্যাশাকে সম্মান দেখতে অনেক গুরুত্বের দাবি রাখে। এই বাজেট দেশের মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর বাজেট হতে হবে।