চুয়াডাঙ্গা: দেশে শীত বাড়ছে। ফলে দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া মানুষের।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ধীরে ধীরে জেঁকে বসেছে শীত।
আজ, শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
হয়তো আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। তা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে পঞ্চগড়েও বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে অবস্থান করছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
শীতে খেটে খাওয়া মানুষের বেশি কষ্ট হয়ে যায়। রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরদের শীত বাড়ায় কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
