ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ বাড়ছে ২৬ হাজার কোটি টাকা। এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ বেড়ে হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৭৪১ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ে এমন প্রস্তাব জমা পড়েছে।
বলা যায় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন সংকটে পড়েছে।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল, সেই প্রকল্প এখন ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা, সিদ্ধান্তহীনতা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গভীর সংকটে পড়েছে।
আসলে এই ব্যয় বাড়ার পেছনে বিনিময় হারের সমন্বয়ের অজুহাত দেখানো হলেও, আসল কারণ হলো ইউনূস সরকারের প্রশাসনিক অচলাবস্থা এবং প্রকল্প পরিচালনায় চরম অভাব।
শেখ হাসিনার আমলে প্রকল্পটি ২০১৬ সালে ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকায় অনুমোদিত হয় এবং ২০২৪ সাল পর্যন্ত কোনো বড় ধরনের বিলম্ব বা ব্যয় বৃদ্ধি ছাড়াই এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইউনূসের দায়িত্ব নেওয়ার পর থেকে সবকিছু উল্টে গেছে।
দেখা গেলো, প্রকল্পের মেয়াদও ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
সবদিকে অদক্ষতা আর অদক্ষতা।
রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি আর অপ্রয়োজনীয় তদন্তের নামে প্রকল্পকে হয়রানি করার ফলে এই দেরি হচ্ছে।
