ঢাকা: পেঁয়াজের দামে আগুন লেগেছে। আর পেয়াঁজ ছাড়া দেশবাসীর একবেলা চলে না। পেঁয়াজ চাইই চাই।
দেখা গেছে, মাত্র দুই দিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিতে ৪০-৫০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে।
দেখা গেছে, ঢাকার কাঁচা বাজারগুলোতে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়।
পেঁয়াজের কেজি যদি এত হয়, তাহলে সাধারণ জনগণের হাতে আর কী থাকে দিনশেষে?
আজ (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার দেখা গেছে, পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজের দাম ৬৫০-৬৮০ টাকা। এর ফলে খুচরা বাজারেও দাম এত বেড়েছে।
তবে বাজার স্থিতিশীল রাখতে সরকার পক্ষ থেকে কোনো শাসন নেই। তদারকির অভাব থাকলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
