ঢাকা: রাজধানীর রায়েরবাজার কবরস্থানে শুরু হচ্ছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অজ্ঞাতভাবে দাফন করা ১১৪ শহীদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া।
দাঙ্গার ঠিক নেই, পরিচয়ের ঠিক নেই। এমনই আন্দোলন হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, প্রায় ১১৪টি মরদেহ উত্তোলন করা হবে, তবে প্রকৃত সংখ্যা জানা যাবে কাজ শুরু হওয়ার পর।
তিনি বলেন, আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী পুরো প্রক্রিয়া পরিচালিত হবে এবং এতে জাতিসংঘ মানবাধিকার কমিশন সিআইডিকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।
রবিবার রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম সম্পর্কে এক সংবাদ সন্মেলনে তিনি কথাগুলো বলেন।
ছিবগাত উল্লাহ বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) মাধ্যমে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি গত ৪০ বছরে ৬৫টি দেশে একই ধরনের অপারেশন পরিচালনা করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক প্রোটোকল, মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে মরদেহ উত্তোলন, পোস্টমর্টেম, ডিএনএ স্যাম্পলিংসহ প্রতিটি ধাপ সম্পন্ন হবে।
আমরা সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল কলেজ, ফরেনসিক বিশেষজ্ঞ, ডিএমপি, বিভাগীয় কমিশনারসহ সব স্টেকহোল্ডারকে প্রশিক্ষণ দিয়েছি।
