গাজীপুর: লাশের দেশে স্বাগতম! কৃষকের পেটে তো হরদম লাথি মারা চলছেই, এবার কৃষককে কুপিয়ে হত্যাই করে ফেললো সন্ত্রাসী গোষ্ঠী।
এরা দেশে দুর্ভিক্ষ এনে কৃষককে দায়ী করবে, অথচ কৃষক নিঃশেষ।
এই লুটপাটতন্ত্র, অনাচার বন্ধ না হলে দেশে দুর্ভিক্ষ আসবে। এমনিতেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মনির মোল্লা (৫২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকা থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় এলাকাবাসী পারাবর্তা এলাকায় থাকা বন বিভাগের খোলা জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। এবং দ্রুত পুলিশে খবর দেন।
উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নির্মমভাবে ঐ কৃষককে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মনির মোল্লার দুই পা কেটে ফেলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
